অবস্থানঃ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার`দক্ষিনাংশে অবস্থিত আওনা একটি ইউনিয়ন। যা উপজেলাহতে ২০কি:মি: দক্ষিনে অবস্থিত আওনা ইউনিয়নের উত্তরে পোগলদিঘা ইউনিয়ন, দক্ষিনে পিংনা ইউনিয়ন, পূবেং ঝিনাই নদী, এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা অবস্থিত।
আয়তনঃ
আয়তন ২৬ বর্গকিলোমিটার এবং গ্রামেরসংখ্যা ২৬টি।
প্রকৃতিঃ
নদী, খাল, ডোবা, পুকুর, কাঁচারাস্তা, বিভিন্ন ধরণের পশু পাখি ও গাছপালায় পরিপূর্ণ। নিচু জমিতে বর্ষার মৌসুমে পানি জমে থাকে ফলে কোন ফসল হয়না, শুষ্ক মৌসুমে সরিষা, ইরিধান, মরিচ, পাট ও ডাল ইত্যাদির চাষ হয়। নদীতে ও খালে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। গাছ পালায় ঘেরা সবুজ প্রকৃতি খুবই মনোমুগ্ধকর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS