আওনা ইউনিয়নের বর্তমানে খাল নেই, এগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেছে। খাল গুলো বর্তমানে পুকুরের পরিনত হয়ে গেছে। আওনা ইউনিয়নের মধ্যে দিয়ে দুটি নদি ভয়ে গেছে। নদি দুটির নাম যমুনা নদী ও জিনাই নদী, বর্ষা কালে যমুনা নদীতে কানায় কানায় পানি ভরা থাকে, এবং প্রচুর পরিমানে জনগনের ক্ষতি হয়। বর্ষা কালের একমাত্র যাতায়াতের ব্যবস্তা নৌকা। এই যমুনা নদী ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে এবং জিনাই নদী পূর্ব পাশ দিয়ে ভয়ে গেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস