পাচতারা জেটিঘাটে নামে পরিচিত, এটি 07-নং ওয়ার্ডে অবস্থান।
সড়ক, রেল ও নদী ভিবিন্ন পথে যাতায়াতের সুবিদা রয়েছে।
এখানে দোকান পাট আছে, সহায়তার জন্য নানা রকম সুযোগ সুবিদা রয়েছে।
ষমুনা সারকারখানার সার তৈরীর করার জন্য যে পানি ব্যবহার করা হয় সেই পানি পাচ তারা জেটিঘাট হইতে উত্তলন করা হয়। এখানে নানা রঙের পাখি ও নদীর দৃষ্য দেখা যায়। এখানে নদী পাড়াপারের জন্য খেওয়া ঘাট আছে। এখানে যাতায়াতের জন্য নানা রকম সুবিদা রয়েছে। জগন্নাথগঞ্জঘাট হইতে ভাড়া লাগে মাত্র পাচ টাকা। চর এলাকার নানা রকমের দৃশ্য দেখতে পাবেন। এখানে কাশবন, কলার বাগান এবং নানার রকম ফসলের মাঠ দেখতে পাবেন। সবচেয়ে সুন্দর লাগে বর্ষা কলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস